Saturday 28 November 2015

করোনেশান এবং সুন্দর সেন্স
 (উৎসর্গঃ যেসব কথা না বললে দামি তাদের জন্য,যেসব নাম লেখার আজও সাহস নেই)  


তোমাদের যেসব দুঃখরা এখোনো উদ্দাম হতে পারেনি,
মুখ এবং বইয়ের মাঝখানে যেসব ফাঁক আজ ভরাট হোলো না,
ইতস্তত কনভেরসেশন থমকে গেলো ইনবক্সে......
লাইটহাউস থেকে যেসব আলো আসার কথা ছিল,
হয়ত বা অন্ধ হয়ে গেছে,অথবা চেতনাহীন,অসাড়
বিকেলের রোদ্দুরে মিশে যাওয়া ক্যাকোফোনির মধ্যে
ময়দানে ছোটাছুটির শব্দ এখন শোনা যায় না;
তবুও দুজনের ঠোঁটের ছটফট করা দুটো না বলা কথার মধ্যে
যেটুকু অস্থিরতা,তারা বড় বেশি রকমের সত্যি।
তাই প্রথম পদক্ষেপ এবং ইন্টারনাল চেতনার বাজুবন্ধে
নেমে আসে বসন্ত প্রাক্কালীন ঝড়,

যারা ঝড়ায় কম,ভাসায় বড় বেশি;

No comments:

Post a Comment