Friday 27 January 2017

মৃত্য সম্পর্কে একান্ত ব্যক্তিগত প্রেডিকশনসমূহ

অ্যান ওভারভিউ

আমাদের মৃত্যু মিছিলে সুলোচনা,কলকাতায় যদিবা জমে ওঠে ভিড়
ক্ল্যাসিক্যালে সূর্য্য ভাঙবে চাঁদের সংসার-
ডিনার টেবল ও তৎসহ এঁটো বাসনের পৃষ্ঠদেশে জমে ওঠে স্তব্ধতা,
নির্দেশহীনভাবে ঘুরে বেরানো দললছুট পিঁপড়ে এবং
আমাদের মৃত কামনারা অলিন্দ থেকে অলিন্দে দৌড়ে বেরাবে অহেতুক
ব্যস্ততায়।
বিছানার পর বিছনায়-বালিশে-গন্ধে-ঘামে,নীলকামড়ের
শীতল উরুদ্বয়,কুহকোজ্জল মিডিয়ায়-
আমাদের ডিজিটাল দূরত্ব বাড়বে পিক্সেলে,বাইটে,টিআরপিতে।
মৃত্যু মিছিলের দিন হ্যান্ডবিল বিলি করা হবে সোৎসাহে।
লেখা থাকবে-‘জীবন-মরণের জারি মহাযুদ্ধে ও কমরেড।
দ্যাখা হবে ফের ময়দানে’এবং ‘শেষে স্টার দিয়ে-না কেঁদে ওপরে দেখুন
হাই বলছি।
কুয়াশার কালিম্পং-এ বাঁক নিলেই এক ঝাঁক পরী দ্যাখা যায়,
হেসে ওঠে অচঞ্চল মিঠি কম্পনে।‘আমাদের মৃত্যু হোক ওরকম উত্তেজনায়’।
মনে পড়ে প্রায় চল্লিশ বছর আগে এক মেঘাবৃত নোটবুকে
এক “ফ্যান্টাসিময় কবি”-র লেখা লাইন-‘উৎপাটনও একটি কার্য-
এবার অনিচ্ছাকৃত আলেয়াটিকে গুরুত্ব দেওয়া হোক,কারন আজ থেকে তিরিশ-চল্লিশ বছর পরে প্রকাশ্য কার্যহীনতার উন্মত্ত নৃত্যবিনোদন আমাদের কাছে অসহ্য ঠেকবে।অবশ্য অপশন দু’টোই-‘নিলে নাও,না নিলে মিস’।

আ থট অ্যাবাউট ‘মোমেন্ট অব ক্লাউড’

উফ্‌,ওই রাস্তাটা বাঁ’দিকে,ওটাই মন্দারমনির দিকে যাচ্ছে,আমরা তবু দীঘা যাবো।
মধ্যবিত্ত ভ্রমনের তৃপ্তি ভিন্ন এবং স্বস্তিদায়ক। আসলে আমি বা ধরো আমাদের
জেনারেশনটা পার্টিকুলার্লি এক মোহনা-মাহেন্দ্রক্ষণের সাক্ষী্‌আমাদের কমবেশী
সবার একটা নিম্নমধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ততে উত্তীর্ণ হওয়ার
এক গোপন কাহিনি আছে।তবুও বদলের যন্ত্রনাবোধের কথা –‘আজকালকার
জোর করে মনে রাখানোর’ তীব্র সংক্রমণের ফলশ্রুতি আমরা প্রতিরাতে
রোমাঞ্চিত হই।
-‘চেঞ্জ ইন দ্য টাইম অফ ব্লিঙ্ক’
‘যেকোনো দরজাই আমার কাছে অচেনা হয়ে যায়
যেকোনো শাড়ির পারে সিঁদুরের দাগ-
যেকোনো বালিশ কোনো সাক্ষ্য দেবেনা
যেকোনো শরীরে ঢোকে তিনকোণা প্লাগ’।

-In the Time of cloud and whisper
In the time of dispatch and desire
In the time of broken sword of the self
I don’t know,I don’t know….

That way along the fear of wings,
On the mountain of Kalimpong-
And the snake climbing up the road
I walked with joy and sorrow.

-উড়ো ভাবনার মত কেউ বলে উঠবে-
‘উও ভি কেয়া দিন থে,চঢ়াইয়ো মে জন্নত হোতা থা’

-‘পাহাড়বিষয়ক প্রবন্ধ’ তৎক্ষণাৎ বন্ধ রেখে উঠে

গ্যালো তরুন,সুলোচনা,আমাদের সময় এসেছে।  

No comments:

Post a Comment