Tuesday 9 June 2020

ছাই রঙের শালিক

       ছাই রঙের শালিক 


ডানা ঝাপ্টাতে ঝাপ্টাতে একটা বৃষ্টিভেজা শালিক এসে বসলো কার্ণিশে। অনুরাগের ঠোঁটটা আনমনে কিছুটা চওড়া হল। এক শালিক দেখলে নাকি দিন খারাপ যায়, শালিকটার দিকে তাকালো সে, ছোট্ট কালো মাথাটা ভিজে একাকার। রোজ দুপুরে বৃষ্টি নামছে আজকাল। বৃষ্টি নামলে আর ভালো লাগে না অনুরাগের। আমফানের আপডেটগুলো দেখে বৃষ্টির ওপর আরও রাগ হয়ে যায় আজকাল। মাথাটা জানলায় অল্প হেলিয়ে ভেজা শালিকটাকে দেখতে লাগলো সে। চুপ করে বসেছে। 

-ওই ওই...ওই দেখ 
-কি? কি?
-দেখই না
-কোথায়?
-ওই যে...ওই যে রেলিং এ
-এক শালিক,বাহ্‌। জানতাম,আমি ঠিক জানতাম
-আরে এসব মানিস নাকি?
-না,কিন্তু তবু তুই এসব দেখাবি কেন?
-এক শালিকের কত কষ্ট বল
-অ্যাঁ?
-সিঙ্গেল
-সেই
-না সত্যি,লোকে ভাবে এক শালিক দেখলে দিন খারাপ যাবে,ভাব যে শালিক একা তার দিন হয়ত এমনিই খারাপ যাচ্ছে
-বটে, একা থাকা ভালো। শান্তিতে থাকা যায়
-আমি অশান্তির কারণ বলছিস?
-না, তুই অশান্তির কারণ এবং শান্তির উৎস
-বার খাওয়াস না। 
(মেঘ ডাকার একটা বিকট আওয়াজ শোনা যায় হঠাৎ) 
-আরে না সত্যিই...বৃষ্টি নামছে,ছাতা বের...ও তুই তো ছাগল ছাতা টাতা নিয়ে বেরোস না কোনোদিন...এদিকে আয়...ভিজিস না...

দুটো মানুষ একটা ছোট্ট শেডের তলায় নিজেদের গুছিয়ে নিলো আর ঠিক এই সময় শালিকটা উড়ে গেলো হঠাত,বৃষ্টি নামলো বলেই হয়ত।

চোখটা খুলে অনুরাগ ছাই রঙের আকাশের দিকে  তাকিয়ে দেখলো , শূন্যতার রঙ গ্রে। শালিকটাকে খুব চেনা চেনা মনে হল আচমকা। বৃষ্টির ছাঁট আসছে বলে জানলা থেকে সরে আসতে আসতে সে দেখল আর একটা বৃষ্টিভেজা শালিক এসে বসল। বৃষ্টিটা আরো বাড়ছে। শুধু আজ মেঘ ডাকছে না। 

No comments:

Post a Comment